Pagol Banaiya Lyrics | পাগল বানাইয়া লিরিক্স | Belal Khan | Zahid Hossain | Bangla New Song 2022
Song : Pagol Banaiya
Singer : Belal Khan
Composer : Belal Khan
Lyrics : Shomeshwar Oli
Music Arrangement : Shovon Roy
Humming: Luipa
Violin : Selim Ahmed
Starring : Twinkk Carrol & Zahid Hossain
Video Director : Abdullah Hridoy
DOP : Mostak Morshed
Editor : Mazharul Islam Ove
Choreographer : Mofassal Alif
Assistant Director : Rafsan Sunny & Sabbir Wahid
Production Supervisor: GS Shetu
Colorist : Imran Khan
Art Director, Styled & Production Mad Films Team
Makeup : Aziz
Line Producer : Mad Films Team
Pagol Banaiya Lyrics Bangla
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেনো ভালোবাসা দিলা অন্য জনারে,
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেনো ভালোবাসা দিলা অন্য জনারে।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
কেনো আমার ফুল
এভাবে পায়ে যাওরে দলিয়া,
প্রেম আমার ভুল
বানানে দিলা লিখিয়া।
কেনো আমার ফুল
এভাবে পায়ে যাওরে দলিয়া,
প্রেম আমার ভুল
বানানে দিলা লিখিয়া।
তুমি ছিলে আমারই
ভুল ছিল তোমারই,
তবু তুমি আমার পানে
ফিরে চাউনারে।
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেন ভালোবাসা দিলা অন্য জনারে,
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেন ভালোবাসা দিলা অন্য জনারে।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
রাতে আমার ঘুম আসেনা
কারণ যাওরে বলিয়া,
সুখ আমার ঘর ছাড়িয়া
গেছে চলিয়া।
রাতে আমার ঘুম আসেনা
কারণ যাওরে বলিয়া,
সুখ আমার ঘর ছাড়িয়া
গেছে চলিয়া।
আমি ভালোবেসেছি
প্রেম গাঙে ভেসেছি,
কেনো তুমি তীরের কাছে
টেনে নেও না রে।
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেন ভালোবাসা দিলা অন্য জনারে,
পাগল বাইনাইয়া বন্ধু আমারে
কেন ভালোবাসা দিলা অন্য জনারে।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
তারে ছাড়া দুনিয়া আঁধার
হলো না সে তবু আমার,
বুঝিনি ঠিক অথবা ভুল
দিয়েছি চাঁদের খোপায় ফুল।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।