Onubhuti Lyrics | অনুভূতি লিরিক্স | Sahil Sanjan | Jovan & Mehazabien | Love Vs Crush 2 Natok Song
Song - Onubhuti
Singer - Sahil Sanjan Chowdhury
Tune & Music : Piran Khan
Lyrics - Piran khan & Tanjib Sowrov
Drama - Love vs Crush 2
Direction : Probir Roy Chowdhury
Starring : Farhan Ahmed Jovan & Mehazabien Chowdhury
Producer : Zahirul Islam Shohel
Choreographer - Mofassal Al Alif
Cinematography : Kamrul Islam Shubho
Edit & color: রাশেদ রাব্বী
Guitar: Amrick Rick
Flute - Rahul Sarkar Shuvo
Decor: Biyerbazaar.com
Label: CD Choice
এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:
WELCOME TUNE CODE:
GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 10789161
গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 10789161 টাইপ করে পাঠিয়ে দিন 24000 নাম্বারে
রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে5 10789161 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে
বাংলালিংক গ্রাহকরা এই গানটি আমারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 10789161 টাইপ করে পাঠিয়ে দিন 2222 নাম্বারে
এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 10789161 টাইপ করে পাঠিয়ে দিন 23123 নাম্বারে
Onubhuti Lyrics Bangla
দূরে দূরে কেনো থাকো
পাশে এসে হাতটি ধরো,
চোখে চোখ রেখে বলো
ভালোবাসো।
ক্লাসে ফাকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া,
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সচয়।
তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।
কোন মায়া কোন সূরে
বেঁধেছো আমাকে
ছেড়ে যাবে না কখনো,
তোমারই চোখেতে
পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো।
তোমার চোখে কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া,
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া।
তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।