Neel Shari Lyrics | নীল শাড়ী লিরিক্স | Suhrid Sufian | Bangla Eid New Song 2022
Song: Neel Shari
Singer: Ferdous Wahid
Song Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics: Suhrid Sufian
Listen on: GP Music, Vibe, Splash, Shadin, Spotify, Apple Music & most other Music Streaming Platforms Worldwide.
To set this song as caller tune:
GP - WT (space) 10783901 & send to 24000
Airtel - CT (space) 10783901 & send to 23123
Robi - get (space) 10783901 & send to
28466 Banglalink - down10783901 & send to 22222
© 2022 Habib Wahid
Neel Shari Lyrics Bangla
সাজলে তুমি মিষ্টি লাগে খুব
না সাজলেও পরী,
বারে বারে মুগ্ধ হয়ে আমি
তোমার প্রেমে পড়ি।
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে,
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
সাজলে তুমি মিষ্টি লাগে খুব
না সাজলেও পরী,
বারে বারে মুগ্ধ হয়ে আমি
তোমার প্রেমে পড়ি।
তোমার চোখে ডুবতে ডুবতে আমি
পাইনা খুঁজে তল,
আমার মাঝে সকাল-দুপুর সাঁঝে
তোমারই চলাচল।
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে,
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
সাজলে তুমি মিষ্টি লাগে খুব
না সাজলেও পরী,
বারে বারে মুগ্ধ হয়ে আমি
তোমার প্রেমে পড়ি।
থাকলে তুমি আমার বুকের পাশে
সময় বয়ে যায়,
রাখবে ঢেকে আমার ছায়াটাকে
কোন সে অবেলায়।
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে,
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
সাজলে তুমি মিষ্টি লাগে খুব
না সাজলেও পরী,
বারে বারে মুগ্ধ হয়ে আমি
তোমার প্রেমে পড়ি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।