Kande Poran Lyrics | কান্দে পরান লিরিক্স | T K Tareq | New Bangla Song 2022
Song: Kande Poran
Singer : T K Tareq (টি কে তারেক)
Lyric : Papi Didar
Tune : T K Tareq
Music : Rk Sarkar Ripon
Language : Bangla
Label : Agniveena
Kande Poran Lyrics Bangla
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
সখি তুই বিহনে জ্বালা সয়না পরাণে
তোরে খুঁজে মন উতলা আয়নারে ফিরে।
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
তোর মায়াতে পড়লো বান্ধা
আমায় অবুঝ মন,
বাসতে ভালো তোরে আমি
খুঁজিনি কারণ।
তোর মায়াতে পড়লো বান্ধা
আমায় অবুঝ মন,
বাসতে ভালো তোরে আমি
খুঁজিনি কারণ।
অতি আপন করে তোরে
ঠাই দিলাম অন্তরে
ঠাই দিলাম অন্তরে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
মনের কোনে রাখলি পোষে
এতো যে ছলনা,
তোর বাহিরে দেখা যায়নি
মনের ঠিকানা।
মনের কোনে রাখলি পোষে
এতো যে ছলনা,
তোর বাহিরে দেখা যায়নি
মনের ঠিকানা।
তুই যে বহুরূপী মনের ভিতরে
ভিতরে ভিতরে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
ভালোবাসি তোরে ভাবি
আমি প্রিয়জন,
আয়না ফিরে হৃদয় নীড়ে
মনটা উচাটন।
ভালোবাসি তোরে ভাবি
আমি প্রিয়জন,
আয়না ফিরে হৃদয় নীড়ে
মনটা উচাটন।
তোর ভাবনায় পাপী দিদার
থাকে বিভোরে, থাকে বিভোরে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
সখি তুই বিহনে জ্বালা সয়না পরাণে
তোরে খুঁজে মন উতলা আয়নারে ফিরে।
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে,
কান্দে পরান কান্দে রে
তোর লাগিয়া কান্দে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।