Je Amar Buke Thake Lyrics | যে আমার বুকে থাকে লিরিক্স | Nolok Babu | Bangla New Song 2022
New Bangla Song 2022
Song : Je Amar Buke Thake | যে আমার বুকে থাকে
Singer : Nolok Babu
Lyric : Sheikh Nazrul
Tune : Fidel Naim
Music : Rezwan Sheikh
Cast : Nolok & Nusrat
DOP : Alamin Hossain
Direction : Fidel Naim
Asst : Md Ekhlas
Organized : Mahabub Ahsan Shimul
Lebel : HM Voice(Head Master Voice)
Je Amar Buke Thake Lyrics Bangla
কোনটা আমার বসত বন্ধু
কোনটা আমার ঘর,
কোনটা আমার বসত বন্ধু
কোনটা আমার ঘর।
আমি বুঝি গো বুঝি সবই
কে আমাার আপন পর,
আমি বুঝি গো বুঝি সবই
কে আমাার আপন পর।
কোনটা আমার বসত বন্ধু
কোনটা আমার ঘর।
কে আমার বুকে থাকে
কে থাকে চোখের কোনে,
কে আমার দুঃখ বোঝে
কে চায় না থাকি মনে।
আমি জানি গো জানি সবই
কোনটা ব্যথা কোনটা জ্বর,
আমি বুঝি গো বুঝি সবই
কে আমাার আপন পর।
কোনটা আমার বসত বন্ধু
কোনটা আমার ঘর।
কার চোখেতে ঘুম আসে না
কার বিরহে গোলাপ ফোটে,
কার হাসির খুব অভাবে
কষ্ট জাগে দুঃখ ঠোঁটে।
আমি জানি গো জানি সবই
কোনটা বাতাস কোনটা ঝড়,
আমি বুঝি গো বুঝি সবই
কে আমাার আপন পর।
কোনটা আমার বসত বন্ধু
কোনটা আমার ঘর।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।