Hoibo Bichar Lyrics | হইবো বিচার লিরিক্স | Samz Vai | Nowmee & Apurbo | New Sad Song 2022
Song: HOIBO BICHAR | হইবো বিচার
Singer: Samz Vai
Lyric: R A Ashraful
Tune: FA Sumon
Music Programming & Mix master : MMP Rony
Director: Filmaniac Team
Cast: NOWMEE & APURBO
Edit: Rony Sikder Jetu
DOP: Ibrahim
Label: Gaanbuzz
Album: Single
Produced and Distributed by Gaanbuzz
Hoibo Bichar Lyrics Bangla
সু-সময়ের ছিলা সুজন
চলে গেলা নিদানে,
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।
সু-সময়ের ছিলা সুজন
চলে গেলা নিদানে,
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।
অবিচারের হইবো বিচার
কাল হাশরের ময়দানে,
অবিচারের হইবো বিচার
কাল হাশরের ময়দানে।
সু-সময়ের ছিলা সুজন
চলে গেলা নিদানে,
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।
তোমার লাইগা কাঁদলাম আমি
বাসলাম কতো ভালো,
নিঠুরিয়া মনটা তোমার
অন্তর ছিলো কালো।
তোমার লাইগা কাঁদলাম আমি
বাসলাম কতো ভালো,
নিঠুরিয়া মনটা তোমার
অন্তর ছিলো কালো।
একফোটাও দিলা না সুখ
দুঃখ সিথান পৈথানে।
সু-সময়ের ছিলা সুজন
চলে গেলা নিদানে,
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।
ভাইঙ্গা দিলা মনটা তুমি
করলা দু'চোখ নদী,
কী অপরাধ ছিলো আমার
একটু বলতা যদি।
ভাইঙ্গা দিলা মনটা তুমি
করলা দু'চোখ নদী,
কী অপরাধ ছিলো আমার
একটু বলতা যদি।
এতো জ্বালা অন্তর ফালা
ক্যামনে সইবো পরাণে।
সু-সময়ের ছিলা সুজন
চলে গেলা নিদানে,
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।