Ele Na Tumi Lyrics | এলে না তুমি লিরিক্স | Jisan Khan Shuvo | Sajid Sarker | Bangla Song 2022
Song: Ele Na Tumi
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo
Music: Sajid Sarker
Cast: Jisan Khan Shuvo, Minakshi Roy & Suvro Shorkhel
Asst. Director: Imtiaz Neloy
Cinematography: SK
Production Manager: Bullet
Makeup: Manik
Directed By: Shuvabrata Sarker
Label: Dhruba Music Station
গানটি গ্রামীণফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 10783781 লিখে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
গানটি বাংলালিংক গ্রাহকরা টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
DOWN10783781 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 10783781 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
গানটি রবি গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 10783781 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
Ele Na Tumi Lyrics Bangla
জোসনা ফুরিয়ে এলো
এলে না তুমি,
আঁধারে হারিয়ে একা
তোমারে আমি।
জোসনা ফুরিয়ে এলো
এলে না তুমি,
আঁধারে হারিয়ে একা
তোমারে আমি।
কথা কি ছুলো এ দেয়াল
তোমাকে না বলা হলো,
জোনাকিরা অভিমানে
আজও ঘুমায়নি।
জোসনা ফুরিয়ে এলো
এলে না তুমি,
আঁধারে হারিয়ে একা
তোমারে আমি।
ভুলে গেছো মনে রাখোনি
হারিয়েছো সাথী হওনি,
আ...ভুলে গেছো মনে রাখোনি
হারিয়েছো সাথী হওনি।
কথা কিছু রয়ে গেলো
তোমাকে না বলা হলো,
জোনাকিরা অভিমানে
আজও ঘুমায়নি।
জোসনা ফুরিয়ে এলো
এলে না তুমি,
আঁধারে হারিয়ে একা
তোমারে আমি।
কথা কি ছুলো এ দেয়াল
তোমাকে না বলা হলো,
জোনাকিরা অভিমানে
আজও ঘুমায়নি।
জোসনা ফুরিয়ে এলো
এলে না তুমি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।