Bondhu Bojhena Lyrics | বন্ধু বোঝেনা লিরিক্স | Muhammad Milon | Eid Exclusive Song 2022

Bondhu Bojhena Lyrics | বন্ধু বোঝেনা লিরিক্স | Muhammad Milon | Eid Exclusive Song 2022

Bondhu Bojhena Lyrics | বন্ধু বোঝেনা লিরিক্স | Muhammad Milon | Eid Exclusive Song 2022

Song: Bondhu Bojhena | বন্ধু বোঝেনা

Singer: Muhammad Milon | মুহাম্মদ মিলন

Lyrics & Tune: Apon Khan

Music: MMP Rony


Cast: KM Niaz & Priyonti

DOP: Saiful Islam

Edit: Raju Ahmmad

Color: Sk Joy

Story & Direction: Raju Ahmmad

Label: Sangeeta

Bondhu Bojhena Lyrics Bangla

মনের কথা বন্ধু বোঝে না

ও পোড়া মন,

মনের কথা বন্ধু বোঝে না।


যার লাগিয়া পরাণ কান্দে

যার লাগিয়া পরাণ কান্দে

সে তো আমায় বোঝে না।


বন্ধু আমার সবই বোঝে

আমায় বোঝে না,

বন্ধু আমার সবই বোঝে

আমায় বোঝে না।


বন্ধুয়ারে লইয়া আমি করি কল্পনা

তারে আমি বাসি ভালো বেশি অল্পনা

ঐ আমার বন্ধু বোঝে না।


যার লাগিয়া পরাণ পোড়ে রে

যার লাগিয়া পরাণ পোড়ে আমার

সে তো বোঝে না।


বন্ধু কালা দেইস না জ্বালা আমি

সইতে পারি না,

বন্ধু কালা দেইস না জ্বালা আমি

সইতে পারি না।


মনের কথা বলবো একটা মানুষ

পাইলাম না,

যারে আবার পাইলাম আমি

সে তো আমার হইলো না,

সে আমায় বন্ধু ভাবে না।


তোর লাগিয়া বেশান্তরি রে

তোর লাগিয়া বেশান্তরি

তবু তোরে ভুলি না।


দিনের শেষে নীরে ফিরে পাখি

আমি ফিরি না,

বন্ধুর প্রেমের এতো জ্বালা

আমি আগে বুঝি নাই।


বন্ধু আমার সবই বোঝে

আমায় বোঝে না,

বন্ধুর প্রেমের এতো জ্বালা

আমি আগে জানি নাই।


বন্ধু আমার সবই বোঝে

আমায় বোঝে না,

বন্ধুর প্রেমের এতো জ্বালা

আমি আগে জানি নাই।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

দয়াকরে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

Previous Post Next Post
close