Amar Deher Moron Hole Lyrics | আমার দেহের মরন হলে লিরিক্স | F A Sumon | Bangla Sad Song 2022
Song : Amar Deher Moron Hole
Singer : F A Sumon
Lyric : Sayed Rahman
Tune & Music : F A Sumon
Cast : Rakib Sultan, Pollobi Poly & Others
Story : Jahangir Alom
Cinematograph : Litu
Edit, Color & DOP : M A Sobhan
Dir : Arfan Shah Babu
Thumbnail : SM Momen
Label : F A Sumon Official
Amar Deher Moron Hole Lyrics Bangla
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
ওরে হলুদ কুটুম পাখি
নজর বন্ধি কইরা রাখি,
এই নয়ন যে তোরে ছাড়া
অন্য কিছু খোজে না।
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
যুগ জনমের বন্ধু তুমি
আধার শেষের আলো,
বাম পাজরে আগলে রেখে
বাসে তোমায় ভালো।
যুগ জনমের বন্ধু তুমি
আধার শেষের আলো,
বাম পাজরে আগলে রেখে
বাসে তোমায় ভালো।
দুহাত তুলে মোনাজাতে
তুমি মোরে বাসোনা।
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
জীবন বলো মরন বলো
সবখানেতে তুমি,
তোমার মাঝে বিলিন হয়ে
গেছি আমার আমি।
জীবন বলো মরন বলো
সবখানেতে তুমি,
তোমার মাঝে বিলিন হয়ে
গেছি আমার আমি।
তোমায় ভালোবাসার সভাব
আমার সেতো যাবেনা।
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।