Aj Morile Kalke Dudin Lyrics | আজ মরিলে কালকে দুদিন লিরিক্স | Raka Zara | Bangla New Song 2022
New Bangla Song 2022
Song : Aj Morile Kalke Dudin | আজ মরিলে কালকে দুদিন
Singer : Raka Zara
Lyric : Sheikh Nazrul
Tune : Fidel Naim
Music : Rezwan Sheikh
DOP : Alamin Hossain
Cast : Raka
Edit & Color : Anik
Direction : Fidel Naim
Org. : Mahabub Ahsan Shimul
Astt : Md Ekhlas
Label : HM Voice (Head Master Voice)
Aj Morile Kalke Dudin Lyrics Bangla
আজ মরিলে কালকে দুদিন
তাই মরার আছে খবর নিন
আবার দেখা হবে কিনা
সে আশা তো খুবই ক্ষীণ
আজ যা আমার বলতে চাই
বলবে নাকি তোমার কথা
নাকি সবই নাইরে নাই
সুখের কোনো নেই বারতা
ডুকরে কাঁদে বুকের জমিন
আজ মরিলে কালকে দুদিন
অনেক খেলা হলো খেলা
অনেক সকাল হলো বেলা
রোদের বুকে বাড়লো ছায়া
মনটা নিয়ে হেলা ফেলা
অনেক খেলা হলো খেলা
পা দুটো থাক বন্ধ হয়ে
আর নতুন খেলা খেলবো না
বুক ভেঙে যাক নদী বয়ে
চোখ ভরে জল ফেলবো না
মাটির ঘরটা আসল সাকিন
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।