Aisho Bondhu Lyrics | আইসো বন্ধু লিরিক্স | Ankur Mahamud Feat Baul Sukumar | Bangla Song 2021
Song: Aisho Bondhu
Singer: Baul Sukumar
Lyrics: Salman Ahmed Suhag
Tune & Music: Ankur Mahamud
Cast: Tuhin Chowdhury, Zara Noor, Shamim Fokir
DoP: Md. Sujon
Edit & Color: Bappi
Story: Eagle Team
Label: Eagle Music
Directed by Eagle Team
Aisho Bondhu Lyrics Bangla
ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর,
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর।
ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর,
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর।
জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর।
ভাঙ্গতে যেমন জানে নদী
জানে তেমন গড়তে,
এমন বান্ধব পাইলাম যারে
জনম গেলো চিনতে।
ভাঙ্গতে যেমন জানে নদী
জানে তেমন গড়তে,
এমন বান্ধব পাইলাম যারে
জনম গেলো চিনতে।
এখন আমার বসত বাড়ি
দুঃখেরই শহর,
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর।
ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর,
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর।
কাঠে যদি ধরে ঘুনে
ঝাঝরা করে ভিতরে,
তাহার প্রেমে পইরা আমার
তেমন হলো অন্তর।
কাঠে যদি ধরে ঘুনে
ঝাঝরা করে ভিতরে,
তাহার প্রেমে পইরা আমার
তেমন হলো অন্তর।
বাহির তাহার ভোলা ভালা
নিষ্পাপ কঠিন অন্তর,
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর।
ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর,
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর।
ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর,
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর।
জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর,
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।