Tumi Amar Moner Mondir Lyrics | তুমি আমার মনের মন্দির লিরিক্স | Shakib Khan, Apu Biswas
Song: Tumi Amar Moner Mondir
Cast: Shakib Khan & Apu Biswas
Bangla Movie Song
Subscribe: Bongo BD
Tumi Amar Moner Mondir Lyrics Bangla
তুমি আমার মনের
মন্দির মসজিদ গির্জা,
তুমি ধর্ম কর্ম
তুমি প্রেমের পূজা।
তোমার জন্য হাঁসতে পারি
ফেলতে পারি চোখের জল,
তোমার জন্য মরতে পারি
গড়তে পারি তাজমহল।
তুমি ছাড়া ও পারেও
একা থাকতে পারবো না।
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না,
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না।
দিনের সূর্য হয়ে দ্রব
রাতে তাঁরায় তাঁরায়,
আমার দুটি চোখ তোমায়
রাখবে পাহারায়।
দিনের সূর্য হয়ে দ্রব
রাতে তাঁরায় তাঁরায়,
আমার দুটি চোখ তোমায়
রাখবে পাহারায়।
যেখানেই যাবে তুমি
সেখানেই থাকবো আমি,
আমার চোখের আড়াল হতে
তোমায় আমি দেবো না।
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না,
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না।
তোমার জন্য আমার এই
পৃথিবীতে আসা,
আমার কাছে প্রাণের চেয়ে
দামি ভালোবাসা।
তোমার জন্য আমার এই
পৃথিবীতে আসা,
আমার কাছে প্রাণের চেয়ে
দামি ভালোবাসা।
প্রাণটা তোমার হাতে তুলে
আমার জীবন যাবো ভুলে,
তোমার প্রেমের এক ফোঁটা ভাগ
কাউকে আমি দেবো না।
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না,
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না।
তুমি আমার মনের
মন্দির মসজিদ গির্জা,
তুমি ধর্ম কর্ম
তুমি প্রেমের পূজা।
তোমার জন্য হাঁসতে পারি
ফেলতে পারি চোখের জল,
তোমার জন্য মরতে পারি
গড়তে পারি তাজমহল।
তুমি ছাড়া ও পারেও
একা থাকতে পারবো না।
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না,
বাঁচবো না রে বাঁচবো না
তুমি ছাড়া বাঁচবো না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।