Tohfa e Ramadan Lyrics | তোহফায়ে রমাদান লিরিক্স | Abu Rayhan & Husain Adnan
Song: Tuhfay Ramadan
Singer: Abu Rayhan ,Husain Adnan,Iqbal Mahmud,Arif Arian
Lyric: Jubair Sifat
Tune: H Ahmed
Record Label: Tarana
Sound Design: Shehzad
Video Director: Razu Ahmmad
GFX: Abu Taher
Tohfa e Ramadan Lyrics Bangla
হৃদয় আকাশে ওঠে বারাকার চাঁদ
ভুলতে জীবনেরই অজানা বিস্বাদ,
করতে আলোকীত আধারে পরাণ
ভোকায় দারে দারে সুখেরই আজান,
ক্ষমার চাদর মুড়ে সকল হৃদয় জুড়ে
উঠছে দিকে দিকে মুক্তির গান।
তুহফায়ে
রমাদনুল মোবারক,
তুহফায়ে
রমাদনুল মোবারক।
রমাদনে
মুমিনের বার তাকওয়া,
ধরা ধামে
শান্তির বহে যে হাওয়া
রমাদনে
মুমিনের বার তাকওয়া,
ধরা ধামে
শান্তির বহে যে হাওয়া।
যে মাসে কোরআন নামে এ ধরায়
তেলাওয়াতে মুখরিত সব হৃদয়।
সাহারীর বারাকাতে
রাতের ইবাদাতে
রহমের দরজা সব খুলে যায়।
তুহফায়ে
রমাদনুল মোবারক,
তুহফায়ে
রমাদনুল মোবারক।
যে মাসে হাত তোলে সব গুনাহগার
অবিরাম ক্ষমা করেন প্রভু পরোয়ার,
যে মাসে হাত তোলে সব গুনাহগার
অবিরাম ক্ষমা করেন প্রভু পরোয়ার।
হাজারো রাতের সেরা কদরের রাত
আনে সে জীবনের নতুন প্রভাত।
সদকাহ ও যাকাতে
সিয়াম সাধনাতে
কাটুক হৃদয় হতে হিংসা নিফাত।
তুহফায়ে
রমাদনুল মোবারক,
তুহফায়ে
রমাদনুল মোবারক,
তুহফায়ে
রমাদনুল মোবারক,
তুহফায়ে
রমাদনুল মোবারক।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।