Rahmate Ramjan Lyrics | রহমতে রমজান লিরিক্স | Muhammad Badruzzaman & Ahmod Abdullah
Song: Rahmate Ramjan
Singer: Muhammad Badruzzaman And Ahmod Abdullah
Lyric & Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
Sound Design: Shehzaad
Video Director: H Al Haadi
Rahmate Ramjan Lyrics Bangla
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান,
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান।
তিলাওয়াত আর তাজবীহ
ইফতার তারাবি,
সেহরিতে দস্তার-খানে
নিয়ামতের বয়ান।
রোজাদার সে চেহারায়
নূরে নর যে চমকায়,
ইবাদতেরই উৎসবে
সামিল সারা জাহান।
রমজান মেহেরবান
রমজান মেহেমান,
রমজান মেহেরবান
রমজান মেহেমান,
রমজান তো খুসবু ছড়ানো
আলোরদার ঈমান।
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান,
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান।
রহমের বারিশে পূর্ণ
সিয়ামের মাস,
চলে ঘরে ঘরে
ঈমান আমলের চাষ।
রহমের বারিশে পূর্ণ
সিয়ামের মাস,
চলে ঘরে ঘরে
ঈমান আমলের চাষ।
এক ওয়াক্তে পানাহার
এক ওয়াক্তে পরিহার,
এক ওয়াক্তে পানাহার
এক ওয়াক্তে পরিহার।
এক লক্ষ বুকে
এক নিয়মে সব রোজাদার,
অন্যন্য এক সুন্দরে
রমজান তো মহান।
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান,
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান।
আযানে আযানে
সিজদার পড়ে স বার,
ভাঙ্গে মুমিন মনের
আয়েশি অবসান।
আযানে আযানে
সিজদাই পড়ে সব বার,
রাঙ্গে মুমিনের মনের
আয়েশি অবসান।
আজ জাগছে ঈমানদার
গায় আল্লাহু আকবার,
আজ জাগছে ঈমানদার
গায় আল্লাহু আকবার।
প্রাণ দুলছে পেয়ে
পাক গোলামির সুখ সমাহার।
অন্যন্য সান সওকতে
রমজান তো মহান।
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান,
রওনাকে রমজান
নিয়ামতে রমজান,
বরকতে রমজান
রাহমাতে রমজান।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।