Olpona Boyosher Sokhina Cheri Lyrics | অল্পনা বয়সের সখিনা ছেরি লিরিক্স | Samz Vai & Rangan Riddo
Song Title: Olpona Boyoshe Sokhina Cheri | অল্পনা বয়সের সখিনা ছেরি
Singer: Samz Vai & Rangan Riddo
Lyrics & Tune: Collected
Music, Mix & Master: Remo Biplob
Cinematography: Shopnil Khan
Post Production: Art Box Films
Project design: Sadat Hossain
Director: Farhan Ahmed Rafat
Co- ordinated by: A R Khan
Produced by: Syed Shipon
Label: DoorBell Music
Olpona Boyosher Sokhina Cheri Lyrics Bangla
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
বাড়ি আমার ফুলতোলা
বাপের নামটি আলাভোলা,
মায়ের নামটি কাঞ্চনমালা গো
সেই ফুলের মালা।
বাড়ি আমার ফুলতোলা
বাপের নামটি আলাভোলা,
মায়ের নামটি কাঞ্চনমালা গো
সেই ফুলের মালা।
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
আটটার সময় আমরা টিকিট কাটি
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি,
দশটার সময় বাড়ি পৌছায় গো
সেই জেলায় বাড়ি।
আটটার সময় আমরা টিকিট কাটি
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি,
দশটার সময় বাড়ি পৌছায় গো
সেই জেলায় বাড়ি।
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি,
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।