Moron Kale Lyrics | মরন কালে লিরিক্স | Samz vai | Bangla New Gojol 2022
Song: MORON KALE
Singer: Samz vai
Lyrics & Tune: Jibon Wasif
Music: Rohan Raj
Edit: Monirul islam Gsbd
DOP: Mamun Raj
Director: Monirul islam Gsbd
Lable: Dhrubo Tara Music
Release Date - 14 | 04 | 2022
Moron Kale Lyrics Bangla
দালান কোঠা করে মানুষ
কি করিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
দালান কোঠা করে মানুষ
কি করিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
কবরে সাওয়ালের জবাব
কবরে সাওয়ালের জবাব,
তুমি কি দিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
দালান কোঠা করে মানুষ
কি করিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
সারাদিন পাপাচারে
লিপ্ত থাকে মন,
নিজের জন্য করছি তৈরি
দোজখের আগুন।
সারাদিন পাপাচারে
লিপ্ত থাকে মন,
নিজের জন্য করছি তৈরি
দোজখের আগুন।
কবরে সাওয়ালের জবাব
কবরে সাওয়ালের জবাব,
তুমি কি দিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
দালান কোঠা করে মানুষ
কি করিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
কবর খানা পার করিও
দিয়ে তোমার রহম,
আহসান করে দিও সবই
করিও করম।
কবর খানা পার করিও
দিয়ে তোমার রহম,
আহসান করে দিও সবই
করিও করম।
কবরে সাওয়ালের জবাব
কবরে সাওয়ালের জবাব,
তুমি কি দিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
দালান কোঠা করে মানুষ
কি করিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা,
মরণ কালে বলো তোমার
সাথে কি নিবা।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।