Matir Deho Mati Khabe Lyrics | মাটির দেহ মাটি খাবে লিরিক্স | Kazi Shuvo | Islamic New Song 2022
Song: Matir Deho Mati Khabe
Singer: Kazi Shuvo
Lyrics: Jasim Uddin Akash
Tune: AH Turjo
Music: AH Turjo
Story: Pavel Mahamud Joy
Cast Saiful islam saif, Mamun, Rafi
Dop: Yasin Bin Ariyan
Edit Colour: Yasin Bin Ariyan
Director Shuvro Mehrazz
Poster: P Tune Studio Team
Label: BD29 Multimedia
Produced by: Jashim Uddin Akash
Matir Deho Mati Khabe Lyrics Bangla
মাটির দেহ মাটি খাবে
কিসের এত অহংকার,
কিসের বাড়ি কিসের ঘর
হয়ে যাবে সবাই পর,
হবে সবাই পর।
সময় থাকতে চিন্তা করো
কেমনে হইবা পার,
কালো থাকলে সাদা করো
কলব যে তোমার
কলব যে তোমার,
মাটির দেহ মাটি খাবে।
যত্নে গড়া দেহ তোমার
খাইবে পুকা মাকড়,
সব কিছুরই বিচার হবে
আছে মিজান হাশর।
যত্নে গড়া দেহ তোমার
খাইবে পুকা মাকড়,
সব কিছুরই বিচার হবে
আছে মিজান হাশর।
সবাই তোমায় পর করিবে
আপন করবে কবর,
সঙ্গে শুধু যাবে তোমার
তিন টুকরা কাফন।
কাফনের কাপড় ছাড়া তো
কিছুই যাবে না।
মাটির দেহ মাটি খাবে
কিসের এত অহংকার,
কিসের বাড়ি কিসের ঘর
হয়ে যাবে সবাই পর
হবে সবাই পর,
মাটির দেহ মাটি খাবে।
যুবক কালের ইবাদত
আল্লাহ্ শুনে আগে,
সময়টারে কাজে লাগাও
তুমি আগে ভাগে।
যুবক কালের ইবাদত
আল্লাহ্ শুনে আগে,
সময়টারে কাজে লাগাও
তুমি আগে ভাগে।
হঠাৎ করে আসবে জানি
চলে যাওয়ার ডাক,
নামাজ রোজা কায়েম করো
দাওরে যাকাত।
নেকী আমল ছাড়া সবই
হবে অচেনা।
মাটির দেহ মাটি খাবে
কিসের এত অহংকার,
কিসের বাড়ি কিসের ঘর
হয়ে যাবে সবাই পর,
হবে সবাই পর।
সময় থাকতে চিন্তা করো
কেমনে হইবা পার,
কালো থাকলে সাদা করো
কলব যে তোমার
কলব যে তোমার,
মাটির দেহ মাটি খাবে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।