Konnar Boyosh 18 Lyrics | কন্যার বয়স আঠারো লিরিক্স | Shohag
Song: Konnar Boyosh Atharo
Singer: Shohag SB
Lyrics: Jashim Uddin Akash
Music: Shohag Sb
Tune: FA Pritom
Mandolin: Pavel
Mix Master: Shovon Roy
Cast: Alivia Tamanna, Jubayer oni, Esmail Khan Hridoy
Edit & Color , Direction: GMC Sohan
Distribution: P Tune Studio
Produce By: Jashim Uddin Akash
Label: BD29 Multimedia
Konnar Boyosh 18 Lyrics Bangla
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
তোমার বাড়ির নদীর ঘাটে
তোমার বাড়ির নদীর ঘাটে
বান্ধা একটা নাও,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও, কন্যা,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
লাইলির প্রেমে মজনু পাগল
সব লোকে জানে,
নদীর ঘাটে আসি আমি
তোর প্রেমেরই টানে।
লাইলির প্রেমে মজনু পাগল
সব লোকে জানে,
নদীর ঘাটে আসি আমি
তোর প্রেমেরই টানে।
ভালো আমায় বাসো বলে
আরে আরে চাও,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও, কন্যা
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
কাজে আমার মন বসেনা
উথাল পাথাল মন,
তোমার আশায় পন্থপানে
চাই যে সারাক্ষণ।
কাজে আমার মন বসেনা
উথাল পাথাল মন,
তোমার আশায় পন্থপানে
চাই যে সারাক্ষণ।
তোমার আমার পীরিত গাথা
তোমার আমার পীরিত গাথা
জানুক সারা গাও,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও কন্যা,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
তোমার বাড়ির নদীর ঘাটে
তোমার বাড়ির নদীর ঘাটে
বান্ধা একটা নাও,
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও, কন্যা
তোমার নায়ের মাঝি হব
যদি তুমি চাও।
কন্যা তোমার বয়স আঠারো আর
আমার বয়স কুড়ি,
চলো দুজন প্রেম করিয়া
গ্রামগঞ্জেতে ঘুরি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।