Keu Jaane Naa Lyrics | কেউ জানে না লিরিক্স | Raavan | Jeet | Arijit Singh | Lahoma
Song Details-
Song: Keu Jaane Naa
Singer: Arijit Singh
Music: Savvy
Lyrics: Prosen
Harmonies: Savvy
Programmed and Arrangement: Abhijit Nalani
Guitars: Warren Mendonza
Mixed and Mastered by Subhadeep Mitra at Open Reel Studios, Mumbai
Movie Details-
Movie Name: Raavan
Story, Screenplay & Direction by MN Raj
Produced by Jeet, Gopal Madnani, Amit Jumrani
Screenplay & Dialogue: Arnab & Anubhab
Music Director: Savvy
Choreographer: Imran Sardhariya
Assistant Choreographer: Riyah Sardhariya & Prasanth
BGM: Anbu Shelvan
Dop: Manas Ganguly
Editor: Md Kalam
Action Director: Ravi Verma, Rajesh Kannan
Art Director: Atanu Saha
Make Up: Somnath Kundu , Subir Manna
Jeet’s team : Manjit , Ankita , Krishna, Somnath, David, Rohan, Dhananjay, Umesh
Jeetz Filmworks Team: Abhijit, Debashis, Lalit, Prodyut, Siddhartha, Amrik, Apurba, Priti, , Abhijit Purkait, Auindrila, Aishee, Ishita, Sk Masud ,Sayantan, Dipayan ,Pappu , Sumit, Partha.
Production Managers: Bachchu Ghosh , Bhola Chowdhury , Santanu Das , Ranit Ghosh
Sound Design and Mixing : Anirban Ganguly
DI: Soumitra Sarkar
Vfx - Fourth Dimension Visual Effects Pvt Ltd
Publicity Design: Ekta Creative Tales
Teaser: Promo Shop
Edit Studio: Grassroot Entertainment
Keu Jaane Naa Lyrics Bangla
পাগল হয়ে আছি, তোরই কারণ
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারোর নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলি এ সময়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।
একলা ছিল মন ধূসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।