Keno Eto Chai Toke Lyrics | কেন এতো চাই তোকে লিরিক্স | Imran Mahmudul & Fairooj Labiba
Song: Keno Eto Chai Toke (কেন এতো চাই তোকে)
Singer: Imran Mahmudul & Fairooj Labiba
Lyrics: Robiul Islam Jibon
Tune & Music: Imran Mahmudul
Album: Keno Eto Chai Toke
Label: Central Music and Video [CMV]
Release Date: 05-11-2019
Cast: Kazi Asif Rahman & Payel
Dop: Bikash Saha
Edit & Colour: Rejaul Raju
GFX: Nahid Hossain
Assistant Director: Aung Win & Bulbul Masud
Director: Saikat Reza
Production: SR Film
Produced and Distributed by Central Music and Video [CMV].
Keno Eto Chai Toke Lyrics Bangla
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেনো এতো চাই তোরে
জানি না কারণ।
দু'চোখের কারসাজি
মন বলেছে রাজি,
কি করে আমি
আর করবো বারণ।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেনো এতো চাই তোরে
জানি না কারণ।
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল,
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল।
তোকে আকাশ করে
চলেছি এ পথ ধরে,
হওয়াতে শুনি তোর
কথোপকথন।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেনো এতো চাই তোরে
জানি না কারণ।
প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল
প্রেমের ঘোরে আমি হই বেসামাল,
প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল
প্রেমের ঘোরে আমি হই বেসামাল।
তোকে আকাশ করে
চলেছি এ পথ ধরে,
হওয়াতে শুনি তোর
কথোপকথন।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেনো এতো চাই তোরে
জানি না কারণ।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।