Kande Re Kande Konna Lyrics | কান্দে রে কান্দে কন্যা লিরিক্স | Shohag
Song: Kande Ra Kande Konna
Singer: Shohag
Kande Re Kande Konna Lyrics Bangla
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়।
ও তাঁর চোখের জলে বুক ভাসিয়া
নদীর জলে মিশা যায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়।
এ গাঙ দিয়া কত নাইয়া
আসে আর যায়,
বন্ধু তাহার আসে নারে
কূলেতে না নাও ভিড়ায়।
এ গাঙ দিয়া কত নাইয়া
আসে আর যায়,
বন্ধু তাহার আসে নারে
কূলেতে না নাও ভিড়ায়।
বুকের তলে চিতা জলে
রক্ত ঝরে কলিজায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়।
পাহাড় ভাইঙ্গা ঝর্ণার পানি
গাঙ্গেতে হারায়,
গাঙ্গের পানি স্রোতের টানে
সাগরেতে মিশায়।
পাহাড় ভাইঙ্গা ঝর্ণার পানি
গাঙ্গেতে হারায়,
গাঙ্গের পানি স্রোতের টানে
সাগরেতে মিশায়।
চোখের জলে হইছে নদি
বাঁচার তো আর ইচ্ছে নাই,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়।
ও তার চোখের জলে বুক ভাসিয়া
নদির জলে মিশা যায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়,
কান্দে রে কান্দে কন্যা
নদীর কিনারায়।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।