Ghorer Batti Lyrics | ঘরের বাত্তি লিরিক্স | Kishor Palash | Bangla New Song 2022
Song: Ghorer Batti (ঘরের বাত্তি )
Singer: Kishor Palash
Lyric: Delowar Arjuda Sharaf
Tune: Avi Akash
Music: Mushfiq Litu
Cast: Allen Shuvro , Farzana Rikta, Xion , Jahid , Zafar Iqbal
Cinematography & Direction: Bikash Saha
Language: Bangla
Label: G Series
Ghorer Batti Lyrics Bangla
আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ,
আসমান আমার ঘরের ছাউনি
ঘরের বাত্তি চাঁদ।
আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ,
আসমান আমার ঘরের ছাউনি
ঘরের বাত্তি চাঁদ।
দুঃখে কাতর আমি পাথর
ঝরাই দুই চোখের জল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল।
দিবানিশি বুকের ভিতর
কষ্ট রাখি চেপে,
তোমার কাছে বিচার দিলে
আরশ উঠবে কেঁপে,
দয়াল আরশ উঠবে কেঁপে।
দিবানিশি বুকের ভিতর
কষ্ট রাখি চেপে,
তোমার কাছে বিচার দিলে
আরশ উঠবে কেঁপে,
দয়াল আরশ উঠবে কেঁপে।
বুকের ভিতর জলে আমার
সাদ্য চোখের অনল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল।
ভালোবাসি কোনোদিনও
বলবো না আর মুখে,
ভালোবাসার দায়ে আমি
পুড়ছি ধুকে ধুকে,
দয়াল পুড়ছি ধুকে ধুকে।
ভালোবাসি কোনোদিনও
বলবো না আর মুখে,
ভালোবাসার দায়ে আমি
পুড়ছি ধুকে ধুকে,
দয়াল পুড়ছি ধুকে ধুকে।
বানের স্রোতের মতো আমার
দুই চোখে নামে ঢল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল।
আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ,
আসমান আমার ঘরের ছাউনি
ঘরের বাত্তি চাঁদ।
আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ,
আসমান আমার ঘরের ছাউনি
ঘরের বাত্তি চাঁদ।
দুঃখে কাতর আমি পাথর
ঝরাই দুই চোখের জল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল
বুঝিনাইরে তার ছল।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।