Ek Fota Rohomer Lyrics | এক ফোটা রহমের লিরিক্স | Mahfuzul Alam | Kalarab Gojol
Song: Ek Fota Rohomer
Singer: Mahfuzul Alam
Lyric & Tune: Ahmod Abdullah
Sound Design: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
Video Edit: Wali Ullah
Ek Fota Rohomer Lyrics Bangla
এক ফোটা রহমের
ভিখারি আমি খোদা,
তুমি ছাড়া কার কাছে
চাইবো বলো খোদা।
এক ফোটা রহমের
ভিখারি আমি খোদা,
তুমি ছাড়া কার কাছে
চাইবো বলো খোদা।
অগণন সৃষ্টিতে করোনা বিলাও
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও,
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
ডেকেছি তোমায়
শুধু বিপদে,
স্বার্থপর ছাড়া
আমি কিছু নই।
সুখেরই দিনে
ভুলেছি তোমায়,
তবুও তুমি রহমে
ভরেছো হৃদয়।
ডেকেছি তোমায়
শুধু বিপদে,
স্বার্থপর ছাড়া
আমি কিছু নই।
সুখেরই দিনে
ভুলেছি তোমায়,
তবুও তুমি রহমে
ভরেছো হৃদয়।
তোমায় পথের ধুলো
মাখতে পারার টানে
আমাকে কাঁদাও।
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও,
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
জেনে না জেনে
পাপেরই পথে,
চলি আমি প্রতিশোধ
নাও না তুমি।
তুমি ছাড়া আর
কে আছে আমার,
যাকে পাই কাছাকাছি
দিবসও যামী।
জেনে না জেনে
পাপেরই পথে,
চলি আমি প্রতিশোধ
নাও না তুমি।
তুমি ছাড়া আর
কে আছে আমার,
যাকে পাই কাছাকাছি
দিবসও যামী।
তোমার মুহাব্বতের
নিপুণ রঙে তুমি
আমাকে সাঁজাও।
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও,
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।