Eid Elo Lyrics | ঈদ এলো লিরিক্স | Sayed Ahmad Kalarab Bangla Eid New Song 2022
SONG: EID ELO
SINGER: SAYED AHMAD
LYRIC TUNE: SAYED AHMAD
Record Label: ABIR HASAN
Video: H Al HADI
Sound Design: KHIZIR MUHAMMAD
Gfx: TAWHID JAMIL
Eid Elo Lyrics Bangla
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো,
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো।
শহর পাড়ায় আজ মুমীন মুসলমান
শহর পাড়ায় আজ মুমীন মুসলমান
সুখের সাগরে ভেসে গেলো।
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো,
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো।
রোজাদারেরা খুজে পাবে সুখ
মহান প্রভুর বিধান মানায়,
সারাটি দিন কেটে যাবে তাদের
হাসি খুশি আর ভালোবাসায়।
রোজাদারেরা খুজে পাবে সুখ
মহান প্রভুর বিধান মানায়,
সারাটি দিন কেটে যাবে তাদের
হাসি খুশি আর ভালোবাসায়।
জান্নাতি সুখ যেন মুমীন দুয়ারে
আজকে কড়া নেড়ে গেলো।
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো,
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো।
গরীব দুখি আজ সবাই সমান
সবাই শামিল আজ এক কাতারে,
ঈদের এ দিনে সবাইতো আজ
দুঃখ হাসি নাও সমান করে।
গরীব দুখি আজ সবাই সমান
সবাই শামিল আজ এক কাতারে,
ঈদের এ দিনে সবাইতো আজ
দুঃখ হাসি নাও সমান করে।
ঈদুল ফিতর আজ মুমীন দুয়ারে
এ শিক্ষা দিক্ষা নিয়ে এলো।
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো,
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো,
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো ঈদ এলো।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।