Dipannita 2 Lyrics | দীপান্বিতা ২ লিরিক্স | Ritam Biswas | New Bengali Song 2021
Song Name: Dipannita 2
Vocal: Ritam Biswas
Lyrics: Ritam Biswas
Guitar: Saswata Das
Bass Guitar: Barun Bhuimali
Music Arrangements: Saswata Das
Mix & Mastering: Devjit Biswas
Illustration & Edit: Subho Das
Subscribe Now: Rhythmic Studio
Dipannita 2 Lyrics Bangla
স্বপ্নের শহরে
মনের গভীরে,
তোমার পথ ধরে
হেঁটে যাই।
তুমি যে আপন
তবে কেনো সঙ্গোপন,
উতলা এ মন
ডেকে যায়।
কি করে বলবো তোমাকে
ডুবেছি কোন মায়াতে,
খুঁজেছি সবখানে তাও
পাইনি তোমায়
কি আছে উপায়।
কিছুটা গল্প হাওয়াতে
ভেসে যায় অল্প চাওয়াতে,
পড়েছি কোন অসুখে
ক্লান্তি বুকে
বড্ড অসহায়।
বেবাগী মন কি করে এখন
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা।
কাছে পাওয়ার ইচ্ছে গুলো
তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
দীপান্বিতা।
অকারণ অভিমান
বড়ই বেমানান,
কী ভীষণ ছলনা
কোরো না।
না না না না...
এখনও অজানা
মনেরই ঠিকানা,
কেন সে মানেনা
জানিনা।
তবুও চাইনি হারাতে
মিশেছ আলো ছায়াতে,
ভুলেছি সব কিছু যে
তোমারই দুচোখের ইশারায়।
কিছু আশা ধুলো মেখে
রাস্তা খোঁজে মনের বাঁকে,
তারই আস্কারাতে মন ভুলেছে সব
চায় শুধু তোমায়।
বেবাগী মন কি করে এখন
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা।
কাছে পাওয়ার ইচ্ছে গুলো
তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
দীপান্বিতা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।