Bolo Sathiya Lyrics | বলো সাথিয়া লিরিক্স | Imran Mahmudul & Nusrat Bristy
Song: BOLO SATHIYA
Singer: IMRAN MAHMUDUL & NUSRAT BRISTY
Lyrics: ROBIUL ISLAM JIBON
TUNE & MUSIC: IMRAN MAHMUDUL
mix , master , music arrangment: IMRAN MAHMUDUL
LABEL: SANGEETA
DIRECTOR: SAIKOT REZA
Online distribution: QINETIC MUSIC
Bolo Sathiya Lyrics Bangla
বলো সাথিয়া হায়
ভাঙ্গা মনে লাগে কি জোড়া,
বলো না বলো হায়
ডানা ছাড়া যায় কি উড়া।
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে হৃদয়,
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে সময়।
বলো সাথিয়া হায়
ভাঙ্গা মনে লাগে কি জোড়া,
বলো না বলো হায়
ডানা ছাড়া যায় কি উড়া।
দীপ নিভে যাওয়া আড়ালে
কেনো তুমি পা বাড়ালে,
মেঘলা মনেরই আকাশে
সূর্য হয়না উদয়।
হুম...আ...
দীপ নিভে যাওয়া আড়ালে
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মনেরই আকাশে
সূর্য হয়না উদয়।
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে হৃদয়,
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে সময়।
বলো সাথিয়া হায়
ভাঙ্গা মনে লাগে কি জোড়া,
বলো না বলো হায়
ডানা ছাড়া যায় কি উড়া।
আ...না...না…
আ…আ…আ…আ...
ঘুম উড়ে যাওয়া এই রাতে
চাইযে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জড়ানো দু’চোখে
লুকিয়ে আছে সংশয়।
হুম...আ...
ঘুম উড়ে যাওয়া এই রাতে
চাইযে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জড়ানো দু’চোখে
লুকিয়ে আছে সংশয়।
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে হৃদয়,
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে সময়।
বলো সাথিয়া হায়
ভাঙ্গা মনে লাগে কি জোড়া,
বলো না বলো হায়
ডানা ছাড়া যায় কি উড়া।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।