Anubhuti Lyrics | অনুভূতি লিরিক্স | SK Annoo | Miss Chocolate | Sojib | Sheikh Sadi | Maya
Song: Anubhuti
Singer: SK Annoo
Lyric: Jamil Mahmud
Guitarist: Sayem Ahmed
Tune & Music Programing & Mix-Master: SK Annoo
Cast: Sheikh Sadi, Abantika Maya, Ayon Sojib & Miss Chocolate (Apurba)
Cinematographer & Edit: Jahangir Gazi
Assistant Director: Misty Muna
Color: Sk Annoo
Directed by NE Films Team
Label: NE Films
Anubhuti Lyrics Bangla
বলো এই অনুভূতি
আর কতদূর গড়াবে,
বলো এই পথ
আর কত দীর্ঘায়িত হবে।
বলো বন্ধু বলো
এভাবে নিশ্চুপে থেকোনা,
শুনো কান পেতে শুনো
এ মনের সুপ্ত কামনা।
কুয়াশার স্নিগ্ধ ভোরে
রোদ হয়ে আসো আমার শহরে,
যতটুকু জানো প্রিয়
তারও বেশি লুকায়িত অন্তরে।
কুয়াশার স্নিগ্ধ ভোরে
রোদ হয়ে আসো আমার শহরে,
যতটুকু জানো প্রিয়
তারও বেশি লুকায়িত অন্তরে।
যেমন কুয়াশা লেগে থাকে
ঘাসের বুকে,
অনুভবে তুমি আসো
আমার পাশে।
যেমন কুয়াশা লেগে থাকে
ঘাসের বুকে,
অনুভবে তুমি আসো
আমার পাশে।
রাখো আগলে রাখো
এভাবে দূরে রেখোনা,
যতো দূরে রাখো
তারও চেয়ে কাছে আছি জানোনা।
কুয়াশার স্নিগ্ধ ভোরে
রোদ হয়ে আসো মোর শহরে,
যতটুকু জানো প্রিয়
তারও বেশি লুকায়িত অন্তরে।
কুয়াশার স্নিগ্ধ ভোরে
রোদ হয়ে আসো মোর শহরে,
যতটুকু জানো প্রিয়
তারও বেশি লুকায়িত অন্তরে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।