Ami Tomar Moner Vetor Lyrics | আমি তোমার মনের ভেতর লিরিক্স | Habib & Nancy
Song: Ami Tomar Moner
Movie: Eai To Prem
Singer: Habib & Nancy
Cast: Shakib Khan & Bindu
Lyric: Sohel Arman
Tune & Music: Habib Wahid
Director: Sohel Arman
Ami Tomar Moner Vetor Lyrics Bangla
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই,
আমায় কতোটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই।
ভালোবাসার যতো কথা
হৃদয় দিয়ে শুনতে চাই,
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই।
এ হৃদয়ে জ্বলেছে এক
যাতন মোমবাতি,
তুমি আগুন হয়ে পুড়ছো আমায়
সারা দিবা-রাতি।
এ হৃদয়ে জ্বলেছে এক
যাতন মোমবাতি,
তুমি আগুন হয়ে পুড়ছো আমায়
সারা দিবা-রাতি।
এ হৃদয়ে ফুটছে ফুল
প্রেমের বারোমাস,
তুমি ফাগুন হয়ে রঙ ছোঁয়ালে
মনেরও নীল আকাশ।
আমি তোমার মনের
ভেতর একবার ঘুরে আসতে চাই,
আমায় কতোটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই।
এ প্রণয়ে অন্ধ হলাম
প্রাণের আলো তুমি,
দুঃখ এলে ভুলে যেওনা
বাঁচবো না তো আমি।
এ প্রণয়ে অন্ধ হলাম
প্রাণের আলো তুমি,
দুঃখ এলে ভুলে যেওনা
বাঁচবো না তো আমি।
এ প্রণয়ে কথা দিলাম
সূর্য, চন্দ্র, তারা
সাক্ষী থেকো, মরন যেনো
হয়না তোমায় ছাড়া।
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই,
আমায় কতোটা ভালোবাসো
সেই কথাটা জানতে চাই।
ভালোবাসার যতো কথা
হৃদয় দিয়ে শুনতে চাই,
তুমি শুধু আমার হবে
পৃথিবীকে বলতে চাই।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।