Amar Moner Sokol Asha Lyrics | আমার মনের সকল আশা লিরিক্স | Tawhid Jamil
Song: Amar Moner Sokol Asha
Singer: Tawhid Jamil
Lyric & Tune: Ahmod Abdur Rahim
Record: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Video Director: Abu Bakar Siddik
Amar Moner Sokol Asha Lyrics Bangla
আমার মনের সকল আসা
শেষ তো হবে না,
এমন করে যাবো চলে
কেউ তো বুঝবে না।
আমার মনের সকল আসা
শেষ তো হবে না,
এমন করে যাবো চলে
কেউ তো বুঝবে না।
কতো জন যে গেছে চলে
কতো আসা ছেড়ে,
আসায় আসায় জীবন টাকে
রেখে গেছে গড়ে।
কতো জন যে গেছে চলে
কতো আসা ছেড়ে,
আসায় আসায় জীবন টাকে
রেখে গেছে গড়ে।
মরণ নামের প্রলয় থেকে
মুক্তি পাবে না,
এমন করে যাবো চলে
কেউ তো বুঝবে না।
দালান কোঠা বাড়ি গাড়ি
সবই রবে পরে,
একা একাই থাকতে হবে
নিকষ আঁধার ঘরে।
দালান কোঠা বাড়ি গাড়ি
সবই রবে পরে,
একা একাই থাকতে হবে
নিকষ আঁধার ঘরে।
কেউ রবে না চিরতরে
সবারই জানা,
এমন করে যাবো চলে
কেউ তো বুঝবে না।
আমার মনের সকল আসা
শেষ তো হবে না,
এমন করে যাবো চলে
কেউ তো বুঝবে না।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।