Rongin Ghuri Lyrics | রঙিন ঘুড়ি লিরিক্স | Gogon Sakib | Puja Saha & Subho
Song: Rongin Ghuri
Singer: Gogon Sakib
Lyrics & Tune: Azim Babu
Music: Jami Ul Hasan
Master: Real Ashique
Cast: Puja Saha & Subho
Cinematography: Shampad
Edit & Colour: Fokrul Islam
Story & Direction: Antor Hasan
Label: Antor Multimedia
Production: S 2 Pixel
Language: Bangla
Label: Antor Multimedia
Rongin Ghuri Lyrics Bangla
তুমি ভালোবাসোনি
আমি বুঝতে পারিনি,
তুমি ভালোবাসোনি
আমি বুঝতে পারিনি।
সবই ছিলো অভিনয়
যা ধরতে পারিনি,
কেনো ভেঙ্গেছো হৃদয়
তা মানতে পারিনি।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
কার সাথে আজ সাঁজাও বাসর
নতুন সুখে ডুবে,
আমি একা মরছি তোমার
কষ্ট চেপে বুকে।
কার সাথে আজ সাঁজাও বাসর
নতুন সুখে ডুবে,
আমি একা মরছি তোমার
কষ্ট চেপে বুকে।
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি,
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি,
কেনো করেছো এমন
তা জানতে পারিনি।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
রঙে ঢঙে উড়ো তুমি
কার আকাশটা জুড়ে,
আমি এখন জ্বলছি তোমার
প্রেম অনলে পুড়ে।
রঙে ঢঙে উড়ো তুমি
কার আকাশটা জুড়ে,
আমি এখন জ্বলছি তোমার
প্রেম অনলে পুড়ে।
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি,
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি,
তুমি ভেঙ্গেছো এ মন
যা সইতে পারিনি।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষত করো।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।