Priya Bol Lyrics | প্রিয়া বল লিরিক্স | Samz Vai | Latest Music Video 2022
Song: Priya Bol ( প্রিয়া বল )
Singer: Samz Vai ( সামজ ভাই )
Lyricist: Proshenjit Mondal
Tune: Muhammad Milon
Music: MMP Rony
Cast: Jahid Hasan Pappu , S Arko & Sabneen Sarker
Story: S Arko
Dop: Amir Hamza
Edit & Color: TD Dipok
AD: Foysal Agun
Director: Mohon Islam
Album: Priya Bol
Label: DP Music Station
Priya Bol Lyrics Bangla
তোরে ভেবে কান্দে পরাণ
কান্দে দুটি চোখ,
তোর জন্য বুকের ভেতর
পাহাড় সমান শোক।
তোরে ভেবে কান্দে পরাণ
কান্দে দুটি চোখ,
তোর জন্য বুকের ভেতর
পাহাড় সমান শোক।
কেন যে তুই, প্রেম শিখাইয়া
দিয়া গেলি ফাঁকি,
তোরে ছাড়া এখন আমি
কেমনে বল থাকি।
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক
কোথায় আমি রাখি,
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক
কোথায় আমি রাখি।
যেমন করে পাল্টে গেলি
পারি নারে মানতে,
তোর ছলনার, কষ্ট এখন
হৃদয় সব প্রান্তে।
যেমন করে পাল্টে গেলি
পারি নারে মানতে,
তোর ছলনার, কষ্ট এখন
হৃদয় সব প্রান্তে।
কেমন করে, ভুলি তোরে
ওরে সোনা পাখি,
তোরে ছাড়া এখন আমি
কেমন করে থাকি।
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক,
কোথায় আমি রাখি,
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক,
কোথায় আমি রাখি।
রঙিন সুখের স্বপ্ন বোনা
শিখছিলাম তোর কাছে,
কাঁচের মতো স্বপ্ন ভেঙে
টুকরো পড়ে আছে।
রঙিন সুখের স্বপ্ন বোনা
শিখছিলাম তোর কাছে,
কাঁচের মতো স্বপ্ন ভেঙে
টুকরো পড়ে আছে।
তুই তো ছিলি, বুকের খাঁচায়
আমার পরাণ পাখি,
তবে কেনো প্রেম শিখাইয়া
দিয়ে গেলি ফাঁকি।
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক
কোথায় আমি রাখি,
প্রিয়া বল
মন ভাঙ্গার শোক
কোথায় আমি রাখি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।