Porer Jayga Porer Jomi Lyrics | পরের জায়গা পরের জমি লিরিক্স | Hujaifa Islam
Song: Porer Jayga Porer Jomi
Singer: Hujaifa Islam
Main Singer: Abdul Alim
Record Label: Holy Tune Studio
Video Director: Ismail Afeef
Mentor: Sayed Ahmad & Muhammad Badruzzaman
Porer Jayga Porer Jomi Lyrics Bangla
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী।
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই।
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস,
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম।
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া,
দাখিলায় মেলে না সই
আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।