Pirit Boro Jala Lyrics | পিরিত বড় জ্বালা লিরিক্স | Samz Vai | Yousuf Rayhan
Song: Pirit Boro Jala
Singer: Samz Vai
Lyric: Yousuf Rayhan
Tune & Music: Yeasin Hossain Neru
Cast: Alvi Mamun, Susmita Sinha & Shoan
DOP: Sani Khan
Makeup: Hasan Light Designer : Sarowar
Production Manager: Manik
Production: User BD Special
Thanks: SM Ayub Ali khan Kaisar
Story & Direction: Kamrul Islam
Producer: Yousuf Rayhan
Label: Yousuf Rayhan
Pirit Boro Jala Lyrics Bangla
পিরিত বড় জ্বালারে বন্ধু
পিরিত বড় জ্বালারে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে।
ওরে যে কইরাছে পিরিত বন্ধু
তার অন্তর পুইরা কালা রে
তার অন্তর পুইরা কালা রে।
পিরিত বড় জ্বালারে বন্ধু
পিরিত বড় জ্বালারে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে।
মিষ্টি মিষ্টি কথা কইয়া
কাইরা নিলো মন,
ভালোবাইসা ছাইড়া যাইবো
জানতাম না এমন।
মিষ্টি মিষ্টি কথা কইয়া
কাইরা নিলো মন,
ভালোবাইসা ছাইড়া যাইবো
জানতাম না এমন।
ওরে তোর মিথ্যা প্রেম
ছলনাতে গো সখী,
অন্তর পুইরা কালা রে
অন্তর পুইরা কালা রে।
পিরিত বড় জ্বালারে বন্ধু
পিরিত বড় জ্বালারে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে।
তুমি আমার আমি তোমার
কইয়া এমন কথা,
এতো নিঠুর ভাবে তুমি
দিলা আমায় ব্যাথা।
তুমি আমার আমি তোমার
কইয়া এমন কথা,
এতো নিঠুর ভাবে তুমি
দিলা আমায় ব্যাথা।
ওরে তোর মিথ্যা প্রেম
ছলনাতে গো সখী,
অন্তর পুইরা কালা রে
অন্তর পুইরা কালা রে।
পিরিত বড় জ্বালারে বন্ধু
পিরিত বড় জ্বালারে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে,
আগে জানলে পরতাম নারে
পিরিতেরই মালা রে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।