Mahe Romjan Elo Lyrics | মাহে রমজান এলো লিরিক্স | Ramadan Song 2022
Song: Mahe Romjan Elo
Singer: Rifat Rahman, Hujaifa Islam, Jahidul Islam Shawon, Nowshad Hossain, Sabbir Ahmad & Others
Lyric: Rukaia Sultana
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Video Director: H Al Haadi
Mentor: Sayed Ahmad & Muhammad Badruzzaman
Mahe Romjan Elo Lyrics Bangla
বন্ধ হলো আজ পাপের দুয়ার
খুলেছে বেহেস্তের দার,
মুমিন হৃদয় আজ মাতোয়ারা
বয়ছে খুশির জোয়ার।
বন্ধ হলো আজ পাপের দুয়ার
খুলেছে বেহেস্তের দার,
মুমিন হৃদয় আজ মাতোয়ারা
বয়ছে খুশির জোয়ার।
ধন্য হলো আজ
বিশ্ব কূল
গাইবি আল্লাহ্ নামের গান।
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো।
জিবনের যত পাপ
ধুয়ে মুছে করো সাফ
এসেছে সময় আবার।
সেজদায় নত হও
প্রভুর তরে
তিনি যে মালিক সবার।
জিবনের যত পাপ
ধুয়ে মুছে করো সাফ
এসেছে সময় আবার।
সেজদায় নত হও
প্রভুর তরে
তিনি যে মালিক সবার।
পাবে তুমি
রহমত,বরকত
মাগফিরাত ও নাজাত।
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো।
সিয়াম রাখো তুমি
বিনা ওজরে
পাঠ করো কোরআন।
ইবাদাত করো তুমি
মহান প্রভুর
দিয়েছেন যিনি কল্যাণ।
সিয়াম রাখো তুমি
বিনা ওজরে
পাঠ করো কোরআন।
ইবাদাত করো তুমি
মহান প্রভুর
দিয়েছেন যিনি কল্যাণ।
জান্নাতি হও তুমি
এই কদরে
হে মুমিন মুসলমান।
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো
রমজান এলো, রমজান এলো।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।