Jege Otho Mon Lyrics | জেগে ওঠো মন লিরিক্স | Salman Sadi & Abir Hasan
Song: Jege Otho Mon
Singer: Salman Sadi & Abir Hasan
Lyric & Tune: Imtiaz Masrur
Record Label: Holy Tune Studio
Video Director: Faruq Tahir
Mentor: Sayed Ahmad & Muhammad Badruzzaman
Jege Otho Mon Lyrics Bangla
কেমন করে যাচ্ছে কেটে
সময়গুলো আমার।
কেনো যে অচেতন অলস আমার মন
কাটে না প্রহর হতাশা,
কেনো যে অচেতন অলস আমার মন
কাটে না প্রহর হতাশা।
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
তুমি তো জানো না তোমার তুমি
ছুঁতে পারো ঐ আসমান,
তোমার পরশ পেয়ে তৃষ্ণীত হৃদয়
গেয়ে ওঠে প্রেরণার গান।
তুমি তো জানো না তোমার তুমি
ছুঁতে পারো ঐ আসমান,
তোমার পরশ পেয়ে তৃষ্ণীত হৃদয়
গেয়ে ওঠে প্রেরণার গান।
তাই,
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
ও...ও...ও...
তোমার অতলে আছো অন্য তুমি
মুকুলিত ফুলের মতন,
সাধনার আলোকিত পথে ছুটে চলো
হতাশার খুলো আবরন।
তোমার অতলে আছো অন্য তুমি
মুকুলিত ফুলের মতন,
সাধনার আলোকিত পথে ছুটে চলো
হতাশার খুলো আবরন।
তাই,
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
ও...ও...ও...
মুখশে মুখশে আটা কপট মানুষ
হৃদয়ের নেই বন্ধন,
প্রেমের সুভাস মাখা তোমার হৃদয়
সত্যকে করবে বরণ।
মুখশে মুখশে আটা কপট মানুষ
হৃদয়ের নেই বন্ধন,
প্রেমের সুভাস মাখা তোমার হৃদয়
সত্যকে করবে বরণ।
তাই,
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
জেগে ওঠো মন
জেগে ওঠো মন।
কখন ঝড়েছে হাছনা-হেনা
কর্মমুখী হও মেধা ও মননে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।