Hawai Mithai Lyrics | হাওয়াই মিঠাই লিরিক্স | Mahtim Shakib | Shovon Roy | Prosenjit Ojha
Song Credits:-
Song: Hawai Mithai | হাওয়াই মিঠাই
Singer: Mahtim Shakib
Lyrics: Prosenjit Ojha
Tune & Music: Shovon Roy
Label: Protune
Video Credits:-
Direction: Protune Team
Starring: Ashpiya Ohi , Mahtim Shakib
Cinematographers: Opu Ahmed & Faisal Park
Production: Protune Team
Published By STUDIO PROTUNEBD.
Rightsbody: Protune
Produce: PROTUNE
Hawai Mithai Lyrics Bangla
আমি হাওয়ায় বসে বসে
হাওয়াই মিঠাই খাই,
আর তােমার সাদা চিনিতে
পছন্দের রঙ মিশাই।
তুমি স্বপ্নে আসাে স্বপ্নে ভাসাে
তােমার স্বপ্নেই বসবাস,
তােমায় কাছে চাইলে ছুঁতে গেলে
হয় আমার সর্বনাশ।
তুমি আমার স্বপ্নে আরাে
আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
আমায় তুমি ভাবাে কেনো
ফরমায়েশি কবি,
যেমন খুশি তেমন করে
আঁকবাে তােমার ছবি।
আমায় তুমি ভাবাে কেনো
ফরমায়েশি কবি,
যেমন খুশি তেমন করে
আঁকবাে তােমার ছবি।
তােমার ঘােরে কাটে আমার
সকাল দুপুর রাত,
তুমি কেনো শুনাও তােমার
মিথ্যে অজুহাত।
তুমি আমার স্বপ্নে আরাে
আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
আমি হাওয়ায় বসে বসে
হাওয়াই মিঠাই খাই,
আর তােমার সাদা চিনিতে
পছন্দের রঙ মিশাই।
তুমি স্বপ্নে আসাে স্বপ্নে ভাসাে
তােমার স্বপ্নেই বসবাস,
তােমায় কাছে চাইলে ছুঁতে গেলে
হয় আমার সর্বনাশ।
তুমি আমার স্বপ্নে আরাে
আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।(৪ বার)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।