Elo Ramjan Lyrics | এলো রমজান লিরিক্স | Sayed Ahmad Kalarab | Ramjan New Gojol
Song: Elo Ramjan
Singer: Sayed Ahmad
Lyric & Tune: Aynuddin Al Azad
Record: Abir Hasan
Mix master: khizir Hayat
Edit & Color: Ab Bakkar Siddik
Gfx: Muzahid
Elo Ramjan Lyrics Bangla
এলো রমজান
এলো রমজান,
এলো রমজান
এলো রমজান।
সন্ধ্যা আকাশ নেমে এলো
এক ফাঁলি চাঁদ উকি দিলো,
সন্ধ্যা আকাশ নেমে এলো
এক ফাঁলি চাঁদ উকি দিলো।
এলো রমজান
এলো রমজান
এলো রমজান।(৩ বার)
আধাঁর চুকে এলো আলোরই মিছিল
আলোর পিদিম জ্বলে জলে যে ঝিলমিল,
আধাঁর চুকে এলো আলোরই মিছিল
আলোর পিদিম জ্বলে জলে যে ঝিলমিল।
তিমির যত সব দুরে গেলো
তিমির যত সব দুরে গেলো।
এলো রমজান
এলো রমজান
এলো রমজান।(২ বার)
আনন্দে খুশির বহিছে জোয়ার
সুযোগ এলো আজই জান্নাতে যাবার,
আনন্দে খুশির বহিছে জোয়ার
সুযোগ এলো আজই জান্নাতে যাবার।
ফেরদাইসের দরজা খুলে গেলো
ফেরদাইসের দরজা খুলে গেলো।
এলো রমজান
এলো রমজান
এলো রমজান।(২ বার)
শহর পাড়া আজই হয়েছে সরব
আসিছে ভেসে শিশুদের কলরব,
শহর পাড়া আজই হয়েছে সরব
আসিছে ভেসে শিশুদের কলরব।
নতুন রঙে সব রঙিন হলো
নতুন রঙে সব রঙিন হলো
এলো রমজান
এলো রমজান
এলো রমজান।(৪ বার)
সমাপ্ত
আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।