Chute Parbe Na Lyrics | ছুঁতে পারবে না লিরিক্স | Samz Vai | Bangla New Song 2022
Song Credit-
Song: Chute Parbe Na
Vocal: Samz Vai
Lyrics, Tune & Music: Samz Vai
Video Credit-
Dop: Mk Mosharof
Edite & Colour: Ashraf Rafi
Thumbnail: Ah Shawon
Drone: Shanto & Neone
Chute Parbe Na Lyrics Bangla
এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না,
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না,
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না,
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।
এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না,
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না,
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না,
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।
যে হৃদয়ে আঘাত দিয়ে
পার হবে ভেবেছিলে,
সে হৃদয়ের টান পুরাবে তোমায়
শেষ হবে তিলে, তিলে।
যে হৃদয়ে আঘাত দিয়ে
পার হবে ভেবেছিলে,
সে হৃদয়ের টান পুরাবে তোমায়
শেষ হবে তিলে, তিলে।
আমি নিজের থেকে কিছু বলবো না
আমি ধরলাম বাজি
আমার অভাব পূরণ হবে না।
এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না,
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না,
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না,
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।
এ সময়, থাকে না বসে
কে হারায় বলো
আপন মানুষ বিনিময়ের আশে,
সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়।
এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না,
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না,
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না,
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।
সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়।
এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না,
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না,
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না,
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।