Takar Nesha Lyrics | টাকার নেশা লিরিক্স | Gogon Sakib
Produced : Prince Samsul
Audio Credit-
Song: Takar Nesha | টাকার নেশা
Singer: Mr. Jinna
Lyrics: Mr. Jinna
Tune: Gogon Sakib
Music: Anim Khan
Label: Samsul Official
Video Credit-
Starring: Mr. Jinna | Mawya | Munna | Opu | Rasel | Ariyan
Story: Prince Samsul
Cinematography: TJ Rony & Mobarok
Edit & Color: Mobarok Hossain
VFX: TJ Rony
Produced: Prince Samsul
Drone: TJ Rony
Direction: TJ Rony & Mobarok
Ass: Direction: Mobarok Hossain
Chef AD: Rasel Hossain
Location: Gazipur
Production: Samsul Official
Label: Samsul Official
Takar Nesha Song Lyrics Bangla
টাকার নেশায় পইরা প্রিয়া
ভুইলা গেছে মোরে,
আর কোনদিন দেখতে চাই না
বেঈমান প্রিয়াটারে।
ওরে টাকার নেশায় পইরা প্রিয়া
ভুইলা গেছে মোরে,
আর কোনদিন দেখতে চাই না
বেঈমান প্রিয়াটারে।
প্রিয়ার নাকি আমার চেয়ে
টাকা বেশি দামি,
তাইতো প্রিয়া খুঁইজা নিলো
টাকা ওয়ালা প্রেমিক।
প্রিয়া আমার খুব সেয়ানা
মস্ত বড় চিট,
মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
ওরে মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
পরপারের ভিসা এখন
আইছে আমার হাতে,
টিকেট পাইলে চইলা যামু
পরপারের দেশে।
ওরে পরপারের ভিসা এখন
আইছে আমার হাতে,
টিকেট পাইলে চইলা যামু
পরপারের দেশে।
প্রিয়ার নাকি আমার চেয়ে
টাকা বেশি দামি,
তাইতো প্রিয়া খুঁইজা নিলো
টাকা ওয়ালা প্রেমিক।
প্রিয়া আমার খুব সেয়ানা
মস্ত বড় চিট,
মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
ওরে মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
ভালো থাকিস সুখে থাকিস
ওরে প্রাণের প্রিয়া,
মনে চাইলে শেষ দেখাটা
দেখে যা আসিয়া।
ওরে ভালো থাকিস সুখে থাকিস
ওরে প্রাণের প্রিয়া,
মনে চাইলে শেষ দেখাটা
দেখে যা আসিয়া।
প্রিয়ার নাকি আমার চেয়ে
টাকা বেশি দামি,
তাইতো প্রিয়া খুঁইজা নিলো
টাকা ওয়ালা প্রেমিক।
প্রিয়া আমার খুব সেয়ানা
মস্ত বড় চিট,
মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
ওরে মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
প্রিয়ার নাকি আমার চেয়ে
টাকা বেশি দামি,
তাইতো প্রিয়া খুঁইজা নিলো
টাকা ওয়ালা প্রেমিক।
প্রিয়া আমার খুব সেয়ানা
মস্ত বড় চিট,
মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
ওরে মিষ্টি বইলা আমারে সে
খাওয়ায় দিলো বিষ।
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।