Taka Song Lyrics | টাকা গান লিরিক্স | Gogon Sakib
Produced: Prince Samsul
Song: TAKA 💰 টাকা
Singer: GOGON SAKIB
Lyrics: Gogon Sakib & K Nayem
Tune: Gogon Sakib
Music: Jami Ul Hasan
Edit & Color: TJ Rony
Poster: Mobarok Hossain
Production: Samsul Official
Label: Samsul Official
Taka Gogon Sakib Song Lyrics Bangla
আমি নইতো কোটিপতি
তার লোভ যে টাকার প্রতি,
তাই আমার ভালোবাসার
সে মূল্য দিলো না।
পেয়ে টাকাওয়ালা ছেলে
সে আমায় গেলো ফেলে,
বদলে যাবে সে
এমন কথা ছিলো না।
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে,
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে।
পকেট ফাঁকা দেইখা পাখি
উড়াল দিয়াছে,
বেকার বইলা পাখি আমার
উড়াল দিয়াছে।
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে,
আমি আজ টাকার কাছে,
হাইড়া গেলাম রে।(২ বার)
তুমি মাথা রেখে বুকে
ওরে বলতে হাজার বার,
টাকার কাছে প্রেম
কভু মানে নাগো হাড়।
আজ টাকাওয়ালা বেছে নিলে
তুমি প্রমাণ করে দিলে,
ভালোবাসায় বৃথা
ওরে শূন্য পকেট যার।
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে,
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে।
পকেট ফাঁকা দেইখা পাখি
উড়াল দিয়াছে,
বেকার বইলা পাখি আমার
উড়াল দিয়াছে।
আমি আজ টাকার কাছে
হাইড়া গেলাম রে,
আমি আজ টাকার কাছে,
হাইড়া গেলাম রে।(৪ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।