Phoenix Pakhir Danay Lyrics | ফিনিক্স পাখির ডানায় লিরিক্স | Mahtim Shakib
Song Credits:-
Song: Phoenix Pakhir Danay | ফিনিক্স পাখির ডানায়
Singer: Mahtim Shakib
Lyrics: Prosenjit Ojha
Compositions: Shovon Roy
Label: Protune
Video Credits:-
Direction: Protune Team & Pial Israt
Starring: Mahtim Shakib & Mahjuba Tajri
Cinematographers: Sakhayat Hossain Sakib
Production: Protune Team
Published By: STUDIO PROTUNEBD.
Rightsbody: Protune
Produce: PROTUNE
This Song To Set This Song As Caller Tune
GP | AIRTEL | TELETALK | ROBI | Banglalink :- 10630444
Activate Your Phone Caller Tune/Welcome Tune Setup Process...
Grameenphone Welcome Tune : Type : WT (space) 10630444 Send to 24000.
RobiGunGun : Type : GET (space) 10630444 Send to 8466.
Airtel Caller Tune : Type : CT (space) 10630444 Send to 3123.
Banglalink Amar Tune : Type : down (space)10630444 Send to 2222.
Phoenix Pakhir Danay Lyrics
আর কতো হলে ছোট
কফিনের ঘরে আরামে হবে ঘুম
আর কতো হলে ছোট,
আদরে আদরে জড়াবো
মায়ের চুম।
আর কতো হলে ছোট
সরু পথ দিয়ে ফিরবো আবার গাঁয়
আর কতো হলে ছোট,
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়।
বড় হতে হতে নিজেকে ধরেনা
এখন আর কোন আয়নায়,
বড় হতে হতে হারিয়ে ফেলিছি
নিজেকে হাজার বাহানায়।(২ বার)
আমি এবার হবো ঘাস ফুল নদী
আকাশ বাতাস পাখি,
ভুল পথ ধরে হেঁটে গেলে
মা করবে ডাকাডাকি।
আর কতো হলে ছোট
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়।
কিছু কিছু আলো ছায়া ফেলেনা
নিজেকে হারাই বার বার,
আঁধারের সাথে দেখা হয়না
ছায়ারা করে চিৎকার।(২ বার)
আমি ছায়া ধরে ধরে ফিরে যেতে চাই
নিকানো উঠোন কোনে,
জোনাকি জ্বলুক স্নিগ্ধ রাতে
অবুঝ সবুজ বনে।
আর কতো হলে ছোট
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়।
আর কতো হলে ছোট
কফিনের ঘরে আরামে হবে ঘুম
আর কতো হলে ছোট,
আদরে আদরে জড়াবো
মায়ের চুম।
আর কতো হলে ছোট
সরু পথ দিয়ে ফিরবো আবার গাঁয়
আর কতো হলে ছোট,
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়
বসবো গিয়ে ফিনিক্স পাখির ডানায়।
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।