Payra Payra Mon Lyrics | পায়রা পায়রা মন লিরিক্স | Mahtim Shakib | Tasmee
Song Credits:-
Song: Payra Payra Mon | পায়রা পায়রা মন
Singer: Mahtim Shakib & Tasmee
Lyrics: Prosenjit Ojha
Compositions: Shovon Roy
Label: Protune
Video Credits:-
Direction: Protune Team
Starring: Prottoy Heron , Samina Bashar , Hossain Sayde ,Rahman Ayat and Many More
Cinematographers: Sakhayat Hossain Sakib
Production: Protune Team
Published By: STUDIO PROTUNEBD.
Rightsbody: Protune
Produce: PROTUNE
Payra Payra Mon Lyrics Bangla
আমার পায়রা পায়রা মন
তোমার একলা ছাদের কোন,
আমি রোদের ডানায় হাসি
তোমায় একটু দেখলে বাচিঁ।(২ বার)
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাব কি হয় কি হয়।(২ বার)
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে।
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।(৪ বার)
কোথায় ছিলে তুমি
আমি কোথায় ছিলাম,
কেমন করে তোমার
এতো আপন হলাম।(২ বার)
দেখি রাত্রি নয় আর কালো
যেন রুপকথারই আসর
সব গল্প মিলে মিশে
তোমায় ভালোবাসে।
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাব কি হয় কি হয়।
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে।
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।(৪ বার)
তোমায় ছাড়া সময়
যেন ফেলে রাখে ছিপ
নিশ্বাস লাগে বন্ধ
বুঝি নিভে যাবে দীপ।(২ বার)
তুমি একটু আড়াল থাকলে
আমার দিন হয় যায় বছর
তুমি ছাড়া কাটে ত্রাসে
হারাই হা হুতাশে।
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাব কি হয় কি হয়।
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে।
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।(৬ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।