Moira Gele Thakba Sukhe Lyrics | মইরা গেলে থাকবা সুখে লিরিক্স | Sathi Khan
Song: Moira Gele Thakba Sukhe | মইরা গেলে থাকবা সুখে
Singer: Sathi Khan
Lyric: Sheikh Nazrul
Tune: Fidel Naim
Music: Rezwan Sheikh
DOP: Alamin Hossain
Cast: Sathi & Sadman
Edit & Color: SAM
Direction: Fidel Naim
Org.: Mahabub Ahsan Shimul
Astt: Md Ekhlas
Label: HM Voice (Head Master Voice)
Moira Gele Thakba Sukhe Lyrics Bangla
মইরা গেলে থাকবা সুখে
বাইচা শুধু কষ্ট দেই,
কি করিবো তুমি ছাড়া
কষ্ট দেবার মানুষ নেই।(২ বার)
তুমি আমার আপন মানুষ
তুমিই আমার প্রাণের পর,
তুমি আমার বুকের কাঁদন
তুমিই আবার আমার ঘর।
ও...তুমি আমার আপন মানুষ
তুমিই আমার প্রাণের পর,
তুমি আমার বুকের কাঁদন
তুমিই আবার আমার ঘর।
যতোই তোমায় ভুলে থাকি
মনে ঠিকই পড়িবেই,
কি করিবো তুমি ছাড়া
কষ্ট দেবার মানুষ নেই।
মইরা গেলে থাকবা সুখে
বাইচা শুধু কষ্ট দেই,
কি করিবো তুমি ছাড়া
কষ্ট দেবার মানুষ নেই।
তুমি আমার ভাগ্যরেখা
তুমিই চোখের পানি,
তোমায় পরাণ পাখি ভেবে
বুক পাঁজরে টানি।
ও...তুমি আমার ভাগ্যরেখা
তুমিই চোখের পানি,
তোমায় পরাণ পাখি ভেবে
বুক পাঁজরে টানি।
যতোই কান্না গোপন রাখি
চক্ষু ঠিকই ভাষাবেই,
কি করিবো তুমি ছাড়া
কষ্ট দেবার মানুষ নেই।
মইরা গেলে থাকবা সুখে
বাইচা শুধু কষ্ট দেই,
কি করিবো তুমি ছাড়া
কষ্ট দেবার মানুষ নেই।(২ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।