Jibon Dilam Lyrics | জীবন দিলাম লিরিক্স | Jahid Nirob | Masha Islam
Song Credit-
Song: Jibon Dilam
Lyricist: Pulak Aneel
Tune & Composition: Jahid Nirob
Singer: Jahid Nirob & Masha Islam
Studio: Butter Communication
Mix & Master: Sumon Parvez
Music Assistant: Arafatul Hasan Shanto
Violin: Yaar Hossain
Saxophone: Sayon
Jibon Dilam Song Lyrics Bangla
আমার কাছে থাকো তুমি
আমার পাশে বসো,
আমার মতো করে আমায়
একটু ভালোবাসো।(২ বার)
জীবন দিলাম লিখে তোমায়
তোমাকে চাই আর কিছু নয়,
বুক পুড়ে যায় হায় তৃষ্ণায়
হারাই যদি শুধু এই ভয়।(২ বার)
তুমি আমার চন্দ্র সূর্য
জমিন আর আসমান,
থাকলে দূরে বুকটা কেমন
করে যে আনছান।
জীবন দিলাম লিখে তোমায়
তোমাকে চাই আর কিছু নয়,
বুক পুড়ে যায় হায় তৃষ্ণায়
হারাই যদি শুধু এই ভয়।
এতদিন শেষে আজ অবশেষে
পেলাম তোমার দেখা, হায়
তুমি আমার জীবন মরণ
তুমি ভাগ্য রেখা।
জীবন দিলাম লিখে তোমায়
তোমাকে চাই আর কিছু নয়,
বুক পুড়ে যায় হায় তৃষ্ণায়
হারাই যদি শুধু এই ভয়।(২ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।