Grina Bangla Song Lyrics | ঘৃনা বাংলা গান লিরিক্স | Adnan Kabir | Samsul Official
Song: GRINA
Singer: Adnan Kabir
Lyrics: Adnan Kabir
Tune: Adnan Kabir
Music: Din Islam Sharukh
DOP & Drone: Tj Rony
Edit & Color: TJ Rony
Label: Samsul Official
Grina Bangla Song Lyrics
তুমি পরের মানুষ হইলা
আমারে ভুইলা,
তুমি পরের মানুষ হইলা
আমারে ভুইলা।
কেমন পাষাণ মানুষ তুমি
যায়না তো চেনা।
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা,
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা।
পুরনো সব স্মৃতি গুলো
করে সব শেষ,
বধূ বেশে যাও গো তুমি
কি দারুণ বেশে।(২ বার)
কেমন পাষাণ মানুষ তুমি
যায়না তো চেনা।
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা,
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা।
জানতাম না রে করবি এমন
মুছে দিবি সব,
করতাম না রে পিরিত আমি
তুই বড় ঠক।(২ বার)
কেমন পাষাণ মানুষ তুমি
যায়না তো চেনা।
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা,
ভালোবাসা দিয়ে পেলাম
আমি শুধু ঘৃনা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।