Dukher Jhor Lyrics | দুঃখের ঝড় লিরিক্স | Gogon Sakib | New Bangla Song 2022 | RijulTech

Dukher Jhor Lyrics | দুঃখের ঝড় লিরিক্স | Gogon Sakib | New Bangla Song 2022

Dukher Jhor Lyrics | দুঃখের ঝড় লিরিক্স | Gogon Sakib | New Bangla Song 2022

Produced By - Prince Samsul

Song Credit-

Song: Dukher Jhor 🔥 দুঃখের ঝড়

Singer: Gogon Sakib

Lyrics: GOGON SAKIB & K Nayem

Tune: Gogon Sakib

Music & Mix Master: Jami Ul Hasan

DOP & Drone: Mobarok Hossain

Edit & Color: Mobarok Hossain

Production: Samsul Official

Label: Samsul Official

Dukher Jhor Lyrics Bangla

আমার আমার করি যারে

সে তো আমার না,

তার মতো ছলনাময়ীর

হয়না তুলনা।(২ বার)


আমায় ছাইড়া করছে রে সে

অন্য লোকের ঘর,

মেঘলা আকাশ হইলো আমার

উঠলো দুঃখের ঝড়।


ভাবলি না ভাবলি না রে তুই

কি হবে আমার,

মিথ্যে প্রেমের অভিনয়টা

ছিলো চমৎকার।(২ বার)


খুব শীঘ্রই পাবি পাবি

আগরবাতির ঘ্রাণ,

চোখ বুঝানো মরা মুখে

কাঁদবে কি তর প্রাণ।


কেউ দেখে না কেউ বুঝে না

বুকে ব্যাথার ঢেউ,

দিল দিয়াছি যারে আমি

ছাইরা গেছে সেও।(২ বার)


ভাগ্য রেখা বদলে গেছে

তোরে না পাইয়া,

আমার শহর করলি রে ত্যাগ

মায়া বাড়াইয়া।


ভাবলি না ভাবলি না রে তুই

কি হবে আমার,

মিথ্যে প্রেমের অভিনয়টা

ছিলো চমৎকার।(২ বার)


খুব শীঘ্রই পাবি পাবি

আগরবাতির ঘ্রাণ,

চোখ বুঝানো মরা মুখে

কাঁদবে কি তর প্রাণ।

সমাপ্ত

আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

দয়াকরে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

Previous Post Next Post
close