Dio Go Didar Lyrics | দিওগো দিদার লিরিক্স | Sayed Ahmad | Kalarab | RijulTech

Dio Go Didar Lyrics | দিওগো দিদার লিরিক্স | Sayed Ahmad | Kalarab

Dio Go Didar Lyrics | দিওগো দিদার লিরিক্স | Sayed Ahmad | Kalarab

Song: Dio Go Didar 

Lyric: Momtaj Khan

Tune & Singer: Sayed Ahmad 

Sound: Holy Tune 

Vedio: Abu Bakar Siddik

Dio Go Didar Lyrics Bangla

কেয়ামতে আল্লাহ তুমি দিওগো দিদার

চাইনা বেহেশ্ত তোমার কাছে

চাই করুনা তোমার।


আমি যে পাপী বান্দা 

চোখ থেকেও হলাম আন্ধা,

আমি যে পাপী বান্দা 

চোখ থেকেও হলাম আন্ধা।


দুনিয়ার ভার মাথায় লইয়া 

তোমার কথা যাই ভুলিয়া,

পুলছিরাতে আল্লাহ তুমি 

করিওগো পার।


চাইনা বেহেশ্ত তোমার কাছে

চাই করুনা তোমার।


পাপ ও পূন্যের হিসাব যদি করো

পাপের বোঝা হবে অনেক বড়,

পাপ ও পূন্যের হিসাব যদি করো

পাপের বোঝা হবে অনেক বড়।


দয়াল তুমি দয়া করো

সকল গুনাহ ক্ষমা করো,

দয়াল তুমি দয়া করো

সকল গুনাহ ক্ষমা করো।


করুনার ই সাগর তুমি 

তোমার দয়ায় আছি আমি,

এই দুনিয়ায় তুমি ছাড়া 

কে আছে আমার।


চাইনা বেহেশ্ত তোমার কাছে

চাই করুনা তোমার,

চাইনা বেহেশ্ত তোমার কাছে

চাই করুনা তোমার।

সমাপ্ত

আসা করবো এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

দয়াকরে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

Previous Post Next Post
close