Debona Toke Ovishap Lyrics | দেবনা তোকে অভিশাপ লিরিক্স | Samz Vai
Song: Debona Toke Ovishap
Singer: Samz Vai
Lyrics: Piyash Ahamed
Tune: Samz Vai
Music: Mmp Rony
Cast: Barun & Supriya
Sub Cast: Pritam & Sona
DOP,Edit ,VFX & Colour: Bittu
Drone: Pranta
Voice Over: Mithun Saha
Special Thanks: Real Ashique & Love Race Team
Story & Direction: Barun Roy
Co-ordinated By: Antor Hasan
Label: Antor Multimedia
Debona Toke Ovishap Lyrics Bangla
ওরে শোন রে প্রিয়া
এই দুনিয়ায়
তুই বড় বেইমান,
আমার প্রতি নাইরে বন্ধু
তোর কোনো টান।
ওরে শোন রে প্রিয়া শোন
তুই বড় বেইমান,
কেনো আমার প্রতি
তোর নাইরে একটু টান।
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ,
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ।
ওরে ভালোবেসে আমার বুকে
রেখেছিলি মাথা,
সেই বুকেতে আজ তোর
ছলনার ব্যাথ্যা।
ওরে ভালোবেসে আমার বুকে
রেখেছিলি মাথা,
সেই বুকেতে আজ তোর
ছলনার ব্যাথ্যা।
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ,
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ।
আমার হৃদয় ভাইঙ্গা দিয়া
চইলা গেলি হায়,
কন্যারে তুই ভালো থাকিস
কাদিয়ে আমায়।
ওরে আমার হৃদয় ভাইঙ্গা দিয়া
চইলা গেলি হায়,
কন্যারে তুই ভালো থাকিস
কাদিয়ে আমায়।
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ,
আমার মনটা ভেঙে করেছিস যে পাপ
তবু দেবোনারে তোকে অভিশাপ।
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।