Assalam Sahaba Lyrics | আসসালাম সাহাবা লিরিক্স | Kalarab | Holy Tune
●Song: Assalam Sahaba
●Singer: Tahsinul Islam, Shamim Arman, Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Nasrullah & Atik Hasan
●Lyric: Jafor Ahmad Rabi
●Tune: Sayed Ahmad
●Record Label: Holy Tune Studio
●Video Director: Abu Taher
●Mentor: Sayed Ahmad & Muhammad Badruzzaman
Assalam Sahaba Lyrics Bangla
দ্বীন কায়েমের উচু নিশানে
রয়েছে যাদের নাম লেখা,
দ্বীন কায়েমের উচু নিশানে
রয়েছে যাদের নাম লেখা।
ধন্য হলো যারা নবী পরশে
ধন্য হলো যারা নবী পরশে
সেই হলো সাহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম,
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।
খন্দকে খায়বারে উহুদে বদরে
সেই রক্তের ঘ্রাণ আজও হায়,
রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে
ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।(২ বার)
প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা
প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা
তোমাতে দেয় তারা মারহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম,
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।
যুগে যুগে ইসলাম উত্থান-পতনে
কত যে রক্তস্রোতে ভেসেছে,
কারবালা রঞ্জিত হোসেনের রক্তে
কত তীর তালহাতে বিধেছে।(২ বার)
ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ
ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ
ধন্য রাসুলের সাহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম,
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম।
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।(২ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গজলের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।
ভাই, আপনার লিরিক্সে তো ভুল আছে।
ReplyDeleteএখানে, "খায় বাড়ে" হবে না ❌, "খায়বারে" হবে ✅, এটা একটা যুদ্ধের নাম।
আর, "রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে" নয় ❌, এটা হবে "দজলা ফুরাতের ঝিলমিল প্রান্তে" ✅। "প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা" নয় ❌, এটা হবে, "প্রতিটি ধূলিকণা ডেকে যায় শুনো" ✅। "তোমাতে দেয় তারা মারহাবা" নয় ❌, এটা হবে "তোমাদের দেয় তারা মারহাবা" ✅। "কত তীর তালহা বিধেছে" নয় ❌, এটা হবে "কত তীর তালহাতে বিঁধেছে" ✅, তালহা(রা.) একজন সাহাবা।
আশা করি, ঠিক করে নিবেন।
আর, Next থেকে ভালো করে শুনে lyrics লিখবেন 😇।