Amar Buker Fuldanite Lyrics | আমার বুকের ফুলদানিতে লিরিক্স | Sabina Yasmin
Song: Amar Buker Fuldanite
Cast: Razzak & Shabana
Singer: Sabina Yasmin
Composer: Subol Das
Movie: Ondho Bishwas
Director: Motin Rahman
Producer: Wahid Sadik
Language: Bangla
Label: Anupam
Amar Buker Fuldanite Lyrics Bangla
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে,
তোমার নামের একটি গোলাপ
রেখে দিলাম হেঁসে।(২ বার)
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে।
পায়ের নুপুর ঝুমুর-ঝুমুর
ছন্দ শুধু তোলে,
অঙ্গ আমার ময়ূর হয়ে
তারি সাথে দোলে।(২ বার)
আগে তোমার পাইনি দেখা
হায়রে কপাল দোষে।
ও...ও...ও...
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে,
তোমার নামের একটি গোলাপ
রেখে দিলাম হেঁসে।
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে।
তোমার ছোঁয়ায় হাতের কাকন
বাজে রিনিঝিনি,
চোখের কাজল ডেকে বলে
তোমায় আমি চিনি।(২ বার)
তাই তো আমি ধরা দিলাম
তোমার কাছে এসে।
হুম...হুম...হুম...
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে,
তোমার নামের একটি গোলাপ
রেখে দিলাম হেঁসে।
আমার বুকের ফুলদানিতে
তোমায় ভালোবেসে।
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।